“মাদক নির্মূলে শুদ্ধি অভিযান চালুর দাবি ভোলায় বিডিএস’র মানববন্ধন-
মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা জেলা সংবাদদাতা ।।
ভোলা, ২০ সেপ্টেম্বর:মাদকের ভয়াবহ বিস্তার থেকে ছাত্র-যুব সমাজকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে কঠোর শুদ্ধি অভিযান পরিচালনার দাবিতে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস)।
শনিবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিএস’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি সোলায়মান মামুন, জেলা আহ্বায়ক শেখ ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরনবী হাওলাদার মনির, সদস্য সচিব হারুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক আবদুল গনি, আরিয়ান আরিফ, সদর উপজেলা আহ্বায়ক জাকির হোসেন সুমন, এবং মাদকবিরোধী শক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব রিপন সরকার প্রমুখ।বক্তারা বলেন, “ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে সর্বনাশা মাদক। শুধু ব্যক্তি নয়, গোটা সমাজ ও জাতিই ধ্বংসের মুখে পড়ছে। অতীতে বহুবার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলেও প্রকৃত গডফাদাররা রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। ক্ষমতাসীনদের আশ্রয়ে তারা থেকে যাচ্ছেন নিরাপদে। অথচ গ্রেপ্তার হচ্ছেন কেবল খুচরা ব্যবসায়ী ও বহনকারীরা। দুর্বল মামলার কারণে দ্রুতই তারা ছাড়া পাচ্ছেন আদালত থেকে।”তারা আরো বলেন, মাদকসেবীরা অর্থ জোগাড় করতে পরিবারে অশান্তি, চুরি, ছিনতাই, ভাঙচুর ও লুটপাটের মতো অপরাধে জড়িয়ে পড়ছে, ফলে সমাজের শান্তি-শৃঙ্খলা ভেঙে পড়েছে। এ অবস্থায় মাদক প্রবেশের রুট চিহ্নিত করে গডফাদারদের গ্রেপ্তার ও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।এছাড়া বক্তারা মাদকের ভয়াবহতা থেকে জাতিকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “দেশের উন্নয়ন ও সফল রাষ্ট্রে পরিণত হতে হলে তরুণ সমাজকে অবশ্যই মাদকমুক্ত রাখতে হবে। নারী, শিশু ও কিশোরদের মাদক ব্যবসায় ব্যবহার করা হচ্ছে—এমন নৈতিক অবক্ষয় ঠেকাতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।”
