কুমিল্লায় ৫ কোটি টাকার অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করলো বিজিবি।
কুমিল্লা সংবাদদাতা।।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পাঁচ কোটি টাকার অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লেসহ একটি মিনি কাভার্ডভ্যান আটক করেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে জেলার আদর্শ সদর উপজেলার কটকবাজার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই দিন বিকেল পাঁচটার দিকে বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় টহল চালায় বিজিবি সদস্যরা। এসময় সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের পালপাড়া গ্রামে মালিকবিহীন অবস্থায় একটি মিনি কাভার্ডভ্যানসহ ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করা হয়।আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা। বিজিবি জানায়, জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া অনুসরণ করে কুমিল্লা কাস্টমসে জমা করা হবে।
