লালমোহনে সমাজকর্মী প্রশিক্ষণের প্রথম পর্ব সম্পন্ন।

লালমোহনে সমাজকর্মী প্রশিক্ষণের প্রথম পর্ব সম্পন্ন।

এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:বাংলাদেশ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একাডেমির উদ্যোগে ভোলার লালমোহনে মাঠপর্যায়ের সমাজকর্মী প্রশিক্ষণের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত লালমোহন হাইস্কুল রোড সংলগ্ন একটি হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।দিনব্যাপী প্রশিক্ষণে মোট ছয়টি ভিন্ন ভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।প্রথম সেশনে পবিত্র কুরআনের আলোকে সমাজকল্যাণমূলক জীবন গঠনের উপদেশ দেন উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল হক। উদ্বোধনী বক্তব্য রাখেন এডভোকেট রহমত উল্লাহ।দ্বিতীয় সেশনে দৈনন্দিন জীবনে সামাজিক কাজের গুরুত্ব ও সমাজকর্মের মৌলিক ধারণা উপস্থাপন করেন মাস্টার ট্রেইনার।তৃতীয় সেশনে সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান কৌশল নিয়ে আলোচনা হয়।চতুর্থ সেশনে ইসলামে সমাজসেবার গুরুত্ব, সেবা প্রদানের পদ্ধতি ও সংগঠনের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়।পঞ্চম সেশনে সমাজসেবার সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সমাজকর্মীর ভূমিকা ও গুণাবলি নিয়ে আলোচনা হয়।ষষ্ঠ ও শেষ সেশনে উন্মুক্ত আলোচনা, অংশগ্রহণকারীদের মতামত ও পরবর্তী করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথির সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণের প্রথম পর্ব শেষ হয়। আয়োজকরা জানিয়েছেন, পর্যায়ক্রমে আরও কয়েকটি ধাপে এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *