মোঃ মিজানুর রহমান
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
অপরাধ প্রতিরোধ ও জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে ৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় বিক্রয়ের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়।
শনিবার (০৪ অক্টোবর ২০২৫ খ্রি.) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জব্দকৃত মাছ স্থানীয় ৬টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
বিক্রয়ের সঙ্গে জড়িত তিনজনকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০০০ (পাঁচ হাজার) টাকা করে সর্বমোট ১৫,০০০ (পনের হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা করেন। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা, ম্যারিন ফিশারিজ অফিসার ও কাচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


					