তজমুদ্দিনে জুলাই-গনা অভ্যুত্থান দিবস উপলক্ষে জামাতে ইসলামীর আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

তজুমদ্দিনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জামায়াতে ইসলামী’র আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

মো. নোমান, তজুমদ্দিন।।

ইবাংলাদেশ জামায়াতে ইসলামীর তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট সোমবার দুপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।বিক্ষোভ মিছিলটি তজুমদ্দিন উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারের স্বৈরাচারী আচরণের প্রতিবাদ ও শহীদদের স্মরণে স্লোগান দিতে দেখা যায়। মিছিল শেষে বাজারের অদূরে একটি স্থানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা কর্ম পরিষদের সদস্য ও তজুমদ্দিন উপজেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুর রব। তিনি বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতা সম্মিলিতভাবে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান ঘটিয়েছিল, তার মাধ্যমে ইতিহাসের একটি নতুন অধ্যায় রচিত হয়। আজ সেই গৌরবময় দিনের বর্ষপূর্তিতে আমরা আবারও শহীদদের স্মরণ করছি, এবং তাদের রক্তের ঋণ পরিশোধের শপথ নিচ্ছি।”তিনি আরও বলেন, “বিগত ১৬ বছর ধরে এই দেশে যে পেশিশক্তিনির্ভর একনায়কতন্ত্র চলেছে, তা শুধু ইসলামী মূল্যবোধ নয়, মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্রকেও ধ্বংস করেছে। আলেম-ওলামা, জামায়াতের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার, ফাঁসি ও গুমের মতো অমানবিকতা চালানো হয়েছে। আমরা সেই শহীদদের বিচার চাই। একইসাথে আমরা একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, স্বচ্ছ রাষ্ট্রব্যবস্থার দাবি জানাই—যেখানে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মো. মহিউদ্দিন। তিনি বলেন, “বর্তমান সরকার যেন সংস্কার কাজ সম্পন্ন করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচিত সরকারের মধ্যে ক্ষমতা হস্তান্তর করে যেন এই দেশে আর কোন স্বৈরাচার প্রতিষ্ঠিত না হতে পারে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চাঁচড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. নোমান, শম্ভূপুর ইউনিয়নের সভাপতি মাস্টার আব্দুল বারী, মলংচড়া ইউনিয়ন সভাপতি মাস্টার জাকির হোসেন, সোনাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুর রহিমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *