“যুবকরাই দেশের প্রকৃত শক্তি “হাজারীগঞ্জে যুব সমাবেশে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল:

হাজারীগঞ্জে যুব সমাবেশে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল: “যুবকরাই দেশের প্রকৃত শক্তি”।

ভোলা প্রতিনিধি।

১০ আগস্ট ২০২৫, রবিবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলার সেক্রেটারি মাওলানা মোঃ আবুল কাশেম এবং জামায়াতের যুব ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ জহিরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন,> “যুব সমাজ দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলেই প্রকৃত উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠা সম্ভব।”তিনি তরুণ প্রজন্মকে ইসলামি মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক যুবক ও সাধারণ জনগণ উৎসাহের সাথে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *