ভোলা-৩ আসনে নির্বাচনী প্রচারে ব্যস্ত জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম।
এম এ হাসান,লালমোহন( ভোলা) প্রতিনিধি:
ভোলা-৩ (লালমোহন-তজুমুদ্দিন) আসনে আগামী ফেব্রুয়ারির (সম্ভব্য) জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছে প্রার্থীদের প্রচারণা। এ সময়ের আলোচনায় রয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম।প্রতিদিনের মতো সময় পেলেই জনগণের দোরগোড়ায় কড়া নাড়ে তিনি। বৃহস্পতি থেকে রবিবার সকাল-সন্ধ্যা বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় জনসভা, পথসভা এবং সরাসরি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, সমস্যা শোনা এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন তিনি।আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে মঙ্গলশিকদার ও দালানবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভায় অংশ নেন নাইম। এতে স্থানীয় ব্যবসায়ী, তরুণ ভোটার ও প্রবীণদের উপস্থিতি লক্ষ্য করা যায়।সংক্ষিপ্ত সাক্ষাৎকারে নিজামুল হক নাইম বলেন,“জনগণই আমার শক্তি। আমি চাই তাদের আস্থা ও ভালোবাসা নিয়ে কাজ করতে। এলাকার বেকারত্ব দূর করা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করা আমার প্রধান লক্ষ্য। আল্লাহ আমাকে সুযোগ দিলে আমি লালমোহন ও তজুমুদ্দিনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চাই।”স্থানীয় ভোটারদের মতে, নিয়মিত মাঠে উপস্থিতি ও ঘন ঘন জনসংযোগের কারণে তিনি ধীরে ধীরে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছেন।
01712230038
					