ভোলা লালমোহনে নিষিদ্ধ কীটনাশক কারবোফিউরান বিক্রিতে ৫০ হাজার টাকা জরিমানা।

লালমোহনে নিষিদ্ধ কীটনাশক কার্বোফিউরান বিক্রিতে ৫০,০০০ টাকা জরিমানা ।

মোঃ আব্দুল মান্নান

লালমোহন, ভোলা ৩১ জুলাই ২০২৫

ভোলার লালমোহন উপজেলায় নিষিদ্ধ ঘোষিত কীটনাশক কার্বোফিউরান বিক্রির দায়ে এক কীটনাশক বিক্রেতাকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (৩১ জুলাই) লালমোহন পৌরসভার বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহ আজিজ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি কীটনাশকের দোকানে নিষিদ্ধ বিষাক্ত কীটনাশক কার্বোফিউরান পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ওই দোকান মালিককে জরিমানা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “নিষিদ্ধ কীটনাশক বিক্রি করা কৃষি, পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি। এ ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। অভিযান অব্যাহত থাকবে।”অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাজারের অন্যান্য দোকানগুলোতেও সতর্কতা জারি করা হয় এবং নিষিদ্ধ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।কার্বোফিউরান কী?কার্বোফিউরান একটি অত্যন্ত বিষাক্ত কীটনাশক, যা বাংলাদেশে নিষিদ্ধ। এটি মাটি ও পানির মাধ্যমে পরিবেশে ছড়িয়ে পড়ে মানবদেহে ক্যান্সারসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। তাছাড়া, এটি জলজ প্রাণী ও পাখির জন্যও প্রাণঘাতী।–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *