ভোলায় শিক্ষক হত্যার প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ ও মানববন্ধন।
এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতীব মাওলানা মো. আমিনুল হক নোমানীর হত্যার প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সকাল ১০টায় মাদ্রাসা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে মানববন্ধনে রূপ নেয়।মানববন্ধনে মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় জনসাধারণ অংশ নেন। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মাও. মোশাররফ হোসাইন, উপাধ্যক্ষ মাও. বিন ইয়ামীন, হেড মুহাদ্দিস মাও. আব্দুল হক, শিক্ষার্থী মো. আবদুর রহমান ও মো. কায়কোবাদ প্রমুখ।বক্তারা বলেন, মাওলানা আমিনুল হক নোমানী ছিলেন একজন নির্লোভ, আদর্শ শিক্ষক ও খতীব। তাঁর নৃশংস হত্যাকাণ্ডে ভোলার মানুষ গভীর শোকে আচ্ছন্ন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।তারা জোর দাবি জানান—দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য। বক্তারা আরও হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে কোনো শিক্ষক, সুশীল সমাজ বা সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা হলে ভোলাবাসী একযোগে প্রতিরোধ গড়ে তুলবে
