ভোলায় অবৈধ বালু উত্তোলন অভিযানে ৫ ড্রেজার ও ২ বাল্কহেড আটক ।
ভোলা জেলা সংবাদদাতা:
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের পাতাবুনিয়া চরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজার ও ২টি বাল্কহেড আটক করেছে প্রশাসন।
শনিবার বিকেল ৪টার দিকে জেলা প্রশাসকের নির্দেশে এবং এসিল্যান্ড অমিত দত্তের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম বাঘমারা ও পাতাবুনিয়া চরে অভিযান চালায়। এ সময় স্পিডবোটের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ড্রেজার ও বাল্কহেড জব্দ করা হয়।অভিযানে আটক যন্ত্রপাতির মধ্যে একটি ড্রেজার ও দুটি বাল্কহেড পুলিশ সদস্যদের সহযোগিতায় উদ্ধার করে বিশ্বরোড পাকার মাথায় নিয়ে রাখা হয়েছে। তবে বাকি চারটি ড্রেজার ও একটি বাল্কহেড চরেই জব্দ অবস্থায় রয়েছে। যথাযথ পরিবহন ব্যবস্থা না থাকায় সেগুলো সরিয়ে আনা সম্ভব হয়নি বলে জানায় প্রশাসন।স্থানীয়রা অভিযোগ করে বলেন, “চরের ভেতর অবৈধভাবে বালু কেটে নেওয়ার কারণে আমাদের ফসলি জমি ও বসতভিটা মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই কার্যক্রম বন্ধ না হলে নদীভাঙন থেকে ভোলা জেলাকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।”ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। ইতোমধ্যে ৫টি ড্রেজার ও ২টি বাল্কহেড আটক করা হয়েছে। জেলার সাত উপজেলাতেই এ ধরনের অভিযান চলবে। কেউ নিয়ম ভেঙে বালু তুললে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
