ডাকসু নির্বাচনে বিজয় উদযাপনে ভোলায় ছাত্রশিবিরের কবর জিয়ারত কর্মসূচি।

ডাকসু নির্বাচনে বিজয় উদযাপনে ভোলায় ছাত্রশিবিরের কবর জিয়ারত কর্মসূচি।

আব্দুল মান্নান, ভোলা জেলা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ের কৃতজ্ঞতা প্রকাশে ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার উদ্যোগে জুলাই শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ভেদুরিয়া ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়। এতে ভোলা শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে শহর দাওয়াহ সম্পাদক মাহফুজ বিল্লাহ, ইব্রাহিমসহ সদর দক্ষিণ থানার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের পর শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় নেতৃবৃন্দ বলেন, জুলাই শহীদরা ইসলামী আন্দোলনের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাঁদের রক্ত বৃথা যায়নি, বরং এই ত্যাগ প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণা জোগাবে।

এর আগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে শুকরিয়া আদায় করে দুই দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, শববেদারি (নৈশ ইবাদত), শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়— “আলহামদুলিল্লাহ, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়ের মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে। মহান আল্লাহ নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দিন।”

এছাড়া নেতাকর্মীদের প্রতি আনন্দ মিছিল বা শোভাযাত্রা থেকে বিরত থেকে বিজয়কে বিনয় ও দায়িত্বশীলতার সাথে গ্রহণ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *