কালমায় জমি দখল নিয়ে দুই পক্ষের বিরোধ।
এম এ হাসান,লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ২নং ওয়ার্ডে জমি দখলকে কেন্দ্র করে বিরোধের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মো. কলিমুল্লাহ জানান, তার বাবা মৃত সেরাজল হক হাওলাদার ধারদেনা করে মৃত মাওলানা রুহুল আমিনের কাছ থেকে জমি কিনে ভোগদখল করে আসছিলেন। সেখানে পাকা ঘর, গাছপালা ও পুকুর খনন করে পরিবার বসবাস করছে। কিন্তু প্রতিবেশী মোহাম্মদ আলী ও তার ভগ্নিপতি নসু খলিফা বারবার ওই জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।সর্বশেষ গত ২১ আগস্ট কলিমুল্লাহ তার জমিতে ভেড়া দিতে গেলে অভিযুক্তরা বাঁধা দেন। এতে তারা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।অন্যদিকে অভিযুক্ত মোহাম্মদ আলী ও নসু খলিফা বলেন, “আমরা কলিমুল্লাহদের আগে জমি ক্রয় করেছি। কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে যে ফায়সালা হবে, তা আমরা মেনে নেব।”
