কক্সবাজার রামুতে দুই নারীর দেহ তল্লাশিতে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

দুই নারীর দেহ তল্লাশিতে ৫০ হাজার ইয়াবা উদ্ধার ।

,কক্সবাজার সংবাদদাতার:

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে দুই নারীর দেহ তল্লাশি করে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা।বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ গোয়ালিয়া চেকপোস্টে বিজিবির একটি বিশেষ টহলদল একটি ইজিবাইক থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় সন্দেহজনক আচরণ লক্ষ্য করে নাইক্ষ্যংছড়ির তুলাতলী গ্রামের মোক্তার আহমদের স্ত্রী তৈয়বা আক্তার (৩৯) এবং উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ-১ এর বাসিন্দা নুর আলমের স্ত্রী দিলবার খাতুনের (৩২) দেহ তল্লাশি চালানো হয়।প্রাথমিকভাবে তারা ইয়াবা বহনের কথা অস্বীকার করলেও পরে কৌশলে লুকানো অবস্থায় তাদের দেহ থেকে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।এ বিষয়ে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “মাদক এখন একটি জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশের যেকোনো চেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রতিহত করবো। এসব অভিযান তারই প্রতিফলন।”তিনি আরও জানান, রামু ব্যাটালিয়ন পেশাদারিত্বের সাথে সীমান্ত অপরাধ দমনে কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম জোরদার করা হবে।উদ্ধার করা ইয়াবাসহ আটক দুই নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *