লালমোহনে জাল টাকা বিক্রির অভিযোগে দেবর-ভাবি আটক।
লালমোহন (ভোলা) প্রতিনিধি |
২১ জুলাই ২০২৫ভোলার লালমোহন উপজেলায় বিপুল পরিমাণ জাল নোটসহ দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।আটক ব্যক্তিরা হলেন—লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ান কান্দি এলাকার মো. জুয়েলের স্ত্রী মোসা. সুমি বেগম (২৫) এবং তার দেবর মো. মার্শাল (২০), পিতা মো. তাজউদ্দিন।লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, “গোপন সূত্রে জানতে পারি গজারিয়া এলাকায় জাল টাকা লেনদেন চলছে। পরে এসআই আবু ইউসুফ, এসআই মফিজুল ইসলাম ও এএসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।”তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—১ হাজার টাকার ১০০টি জাল নোট৫০০ টাকার ৩০টি জাল নোটমোট ১ লাখ ১৫ হাজার টাকার জাল মুদ্রা।ওসি আরও জানান, “আটক সুমি ও মার্শাল সম্পর্কে ভাবি ও দেবর। তারা দীর্ঘদিন ধরে জাল টাকা পাচার ও বিক্রির সঙ্গে জড়িত। তারা প্রতিটি এক লাখ টাকার জাল নোট মাত্র ২৫ হাজার টাকায় বিক্রি করতেন।”
স্থানীয় প্রতিক্রিয়া:ঘটনার পর গজারিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সুমি ও মার্শাল বেশ কিছুদিন ধরেই এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন এবং বাইরের লোকজনের সঙ্গে ঘন ঘন যোগাযোগ করতেন।
একজন প্রবীণ বাসিন্দা বলেন,”আমরা কখনো ভাবিনি, আমাদের পাড়ার একজন গৃহবধূ এমন অপরাধে জড়িত থাকতে পারেন। পুলিশ সময়মতো ব্যবস্থা না নিলে বড় ক্ষতি হয়ে যেত।”একজন যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন”জাল টাকার জন্য সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে অন্য কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।”আইনি ব্যবস্থা:আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র জানিয়েছে।-
