ভোলায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন: বিএনপি–বিজেপি সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ৪০ জন
ভোলা প্রতিনিধি॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোলায় রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। মনোনয়নকে কেন্দ্র করে শনিবার (১ নভেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় বিএনপি ও বিজেপি (পার্থ)–এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের মনোনয়নের পক্ষে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সমবেত হন। একই সময়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর মনোনয়নের সমর্থনে নতুন বাজারে জেলা বিজেপির কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান নেন।এসময় বিএনপির মিছিল নতুন বাজারের দিকে অগ্রসর হলে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়। পরে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় বিএনপি কর্মীরা বিজেপির অফিসের অংশবিশেষ ভাঙচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।সংঘর্ষে দৈনিক আজকের ভোলা–এর সহ-সম্পাদক সাংবাদিক এম. জিলন, নিউজ২৪–এর ক্যামেরাপার্সন রানা ইসলাম এবং এক পুলিশ সদস্যসহ বহুজন আহত হন। আহতদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন,> “আমরা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পক্ষে শান্তিপূর্ণভাবে র্যালির প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু বিএনপি পরিকল্পিতভাবে আমাদের অফিসে হামলা চালায়। এতে আমাদের প্রায় ৩০ /৩৫ জননেতা-কর্মী আহত হয়।”
অন্যদিকে, জেলা বিএনপি তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দাবি করে,> “আমাদের শান্তিপূর্ণ মিছিলে প্রথমে বিজেপির কর্মীরাই হামলা চালিয়েছে।”সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
তবে প্রত্যক্ষদর্শীদের দাবি বিএনপির মিছিল থেকেই বিজেপি অফিসে হামলা চালানো হয়,
ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন,> “সংঘর্ষে বিজেপির ৩০–৪০ জন আহত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”সংঘর্ষের পর থেকে নতুন বাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
—
প্রতিবেদক: মোঃ আব্দুর রহমান হেলাল ০১৮১৬৫৯৫৫৮১
১ নভেম্বর ২০২৫, ভোলা
					