বোরহানউদ্দিনে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু: এক মায়ের চোখের সামনে নিভে গেল জীবন।
মোঃ মিজানুর রহমান।
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি।।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ছোট মানিকা ২ নম্বর ওয়ার্ডের আমির বাড়িতে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে বাড়ির পাশে খালের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু—ইসমাইল (৬) ও শফিউল (৮)—মৃত্যুবরণ করে।নিহতদের বাবা কবির হোসেনের চার সন্তানের মধ্যে এই দুই ভাই ছিল সবচেয়ে ছোট। ঘটনার সময় তারা নিখোঁজ থাকায় মা খোঁজাখুঁজি শুরু করেন। প্রথমে আশপাশে খুঁজেও না পেয়ে তিনি খালে নেমে সন্তানদের খোঁজ করেন। দ্বিতীয়বার খালে নামলে তিনি দেখতে পান, দুটি ছোট নিথর দেহ পানির নিচে তলিয়ে আছে।মা নিজ হাতে একজনকে তুলে আনেন, অন্যজনকে উদ্ধার করেন বাড়ির এক আত্মীয়। পরে দ্রুত তাদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’জনকেই মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।—প্রসঙ্গত: এ ধরনের ঘটনায় জনসচেতনতা, খালের আশপাশে শিশুদের একা না রাখা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।–
