গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দোয়া ও স্মরণসভা: ন্যায়বিচার না পেলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি ।
গাজীপুর সংবাদদাতা।।
দৈনিক প্রতিদিনের কাগজ-এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে দেশব্যাপী নিহত ও আহত সাংবাদিকদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বাদ আছর জয়দেবপুর রোডে (বাসন থানা বিপরীতে) গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক আহবায়ক মোঃ আল-আমীন দেওয়ান আল আবেদী এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সদস্য সচিব মোঃ জাকির হোসেন কামাল।বক্তাদের বক্তব্যঅনুষ্ঠানে বক্তারা বলেন,“আজ শুধু সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়নি, হত্যা করা হয়েছে গণমাধ্যমকেও। সাংবাদিকরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনের এখনই দায়িত্ব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।”তাঁরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) তৎপরতার প্রশংসা করে বলেন— দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জিএমপি কমিশনারকে ধন্যবাদ জানিয়ে তাঁরা আরও বলেন, ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র জমা দেয়ার ঘোষণা সাংবাদিক সমাজকে আশার আলো দেখিয়েছে।তবে বক্তারা সতর্ক করে বলেন—“যদি দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) কার্যকর না করা হয়, তবে গাজীপুরের সাংবাদিকরা কঠোর আন্দোলনে নামবে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে।”সভায় উপস্থিত ছিলেনঅধ্যাপক আবুল হোসেন চৌধুরী, অধ্যাপক শামসুল হুদা লিটন, অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী, এম আক্তারুজ্জামান, মো: ইব্রাহিম খন্দকার, বেলায়েত হোসেন শামীম, মোঃ শহীদুল ইসলাম, ছানাউল্ল্যাহ নূরী, জসিম উদ্দিন প্রধান, মোঃ নাসির উদ্দিন, লোকমান হোসেন পনির, মোঃ ইব্রাহীম খলিল, হাজী সাইফুল ইসলাম, মোঃ পারভেজ মিয়া প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন মিনাল কান্তি সৈকত, মোঃ আল-আমীন, মোঃ রাশেদ উল জামান (কমল), মোঃ কাজী শাকিল, মোঃ মুক্তাদির হোসেন, মোঃ নজমুল হক, আলমগীর হোসেন, মোঃ হাসানসহ জেলার বিভিন্ন উপজেলা ও জাতীয়-স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।দোয়া মাহফিলআলোচনা সভা শেষে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক আল-আমীন দেওয়ান আল আবেদী।অনুষ্ঠানটি মিলাদ ও বিশেষ দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
					