লালমোহনে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন ও নিষিদ্ধ পলিথিন বিক্রয়: ফার্মেসি ও দোকানে ১.৭০ লাখ টাকা জরিমানা।
মোঃ আব্দুল মান্নানলালমোহন (ভোলা) প্রতিনিধি
লালমোহন উপজেলায় ভোক্তা অধিকার ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এক ফার্মেসি ও কয়েকটি দোকানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
সোমবার (২৯ জুলাই) লালমোহন পৌর বাজার সংলগ্ন একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।একই অভিযানে পরিবেশ সংরক্ষণ আইনে নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের দায়ে বেশ কিছু দোকানে অভিযান চালানো হয়। পলিথিন জব্দ করার পাশাপাশি তিনটি পৃথক মামলায় মোট ১,২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এতে সহায়তা করেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পুলিশ সদস্যবৃন্দ।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।-
