সকল ধর্মের মানুষের নিরাপত্তায় জামায়াত – অধ্যক্ষ মোস্তফা কামাল।
আল আমিন শাহরিয়ার, চরফ্যাশন (ভোলা)।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য, ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন—“প্রতিষ্ঠার পর থেকেই জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তায় কাজ করছে। ক্ষমতায় না থেকেও মন্দির-গির্জাসহ ধর্মীয় উপাসনালয়ের পাহারায় আমাদের কর্মীরা অতন্দ্র প্রহরীর ভূমিকা রেখেছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে চরফ্যাশন পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে পৃথক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, জামায়াতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। অতীতে জামায়াতের দুইজন মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি। ক্ষমতায় এলে প্রতিটি নাগরিকের অধিকার ন্যায়ভিত্তিকভাবে নিশ্চিত করা হবে।এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।সমাবেশে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড জামায়াত আমির মাওলানা হাসনাইন আহমেদ ও ৩নং ওয়ার্ড সভাপতি গোলাম সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমির ও মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেন, এডভোকেট পারভেজ হোসেন, মাওলানা আবুল কাশেম, অধ্যাপক মামুন আলম প্রমুখ।দুই ওয়ার্ডের পৃথক সমাবেশে সহস্রাধিক নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
