লালমোহনে উন্নয়ন ফোরামের উদ্যোগে বেহাল রাস্তায় সংস্কার কাজের উদ্বোধন।
আজিম উদ্দিন খান।
লালমোহন (ভোলা) প্রতিনিধি ।
ভোলার লালমোহন-তজুমদ্দিন উন্নয়ন ফোরামের উদ্যোগে বেহাল অবস্থায় থাকা একটি গুরুত্বপূর্ণ রাস্তায় সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ চতলার তেগাছিয়া গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের।এ অবস্থায়, ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুর রহমান খোকার ব্যক্তিগত অর্থায়নে এবং স্থানীয় প্রধান সমন্বয়ক সিদ্দিকুর রহমান শান্তর ব্যবস্থাপনায় শুক্রবার (জুমাবার) সকালে রাস্তার সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি কাজী মফিজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা ওমর ফারুক, সেক্রেটারি ইলিয়াস মাষ্টার, ৪নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, করিমুন্নেছা মহিলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. ইব্রাহীম, হাফেজ নাজিমুদ্দিন, চৌধুরী শাহ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এলাকার প্রবীণ বাসিন্দা চৌধুরী শাহ আলম বলেন, “এই রাস্তাটি সংস্কার হওয়ায় এলাকাবাসী এখন অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছে।”সমন্বয়ক শান্ত জানান, ব্যারিস্টার আব্দুর রহমান খোকা লন্ডনে বার-এট-ল সম্পন্ন করেছেন এবং তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত। ঈদ উপহার, দুর্যোগকালে ত্রাণ বিতরণ, অসহায়দের সহায়তা ও পা হারানো রোগীদের কৃত্রিম পা সরবরাহসহ নানামুখী সামাজিক সহায়তা তিনি করে যাচ্ছেন।তিনি আরও বলেন, “এলাকার উন্নয়নে ব্যারিস্টার খোকা আরও এগিয়ে আসুন—এটাই আমাদের প্রত্যাশা। আমরা তার জন্য দোয়া করি।”—
