ভোলার চরফ্যাশনে জামায়াতের ৪৫ নেতা কর্মীর বিএনপিতে যোগদানের খবরের প্রতিবাদ।
ভোলা প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ৪৫ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন— এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত।রোববার (৩০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে ভোলা জেলা জামায়াতের আমীর মুহাম্মদ জাকির হুসাইন ও সেক্রেটারি মো. হারুনুর রশীদ জানান, “প্রচারিত খবরটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”নেতৃবৃন্দ জানান, প্রকৃত ঘটনা হলো— ২০২৪ সালের ৫ জুলাই জামায়াতের চরফ্যাশন উপজেলার নেতা মো. ওমর ফারুককে সংগঠনের ফান্ডে অর্থ কেলেঙ্কারি, উদ্বৃত্ত অর্থ জমা না দেওয়া ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। ওই বহিষ্কারাদেশের চিঠিও প্রকাশ করা হয়েছে।তারা আরও বলেন, বহিষ্কৃত ওমর ফারুকসহ তার সঙ্গে সংশ্লিষ্ট কারও সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বর্তমানে কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। অথচ বিভ্রান্তিকরভাবে এই বহিষ্কৃত ব্যক্তিদের নাম ব্যবহার করে জামায়াতের ৪৫ জন নেতা-কর্মীর বিএনপিতে যোগদানের মিথ্যা খবর প্রচার করা হয়েছে, যা “হলুদ সাংবাদিকতার” শামিল।
বিবৃতিতে জেলা জামায়াতের আমীর মাস্টার মোহাম্মদ জাকির হোসাইন ও সেক্রেটারি মাওঃ মোঃ হারুনুর রশিদ সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রতি সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রচারের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্যও অনুরোধ জানান তারা
					