বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত ৩ স্কুলছাত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক।
বগুড়া প্রতিনিধ:
বগুড়ার মালতিনগর এলাকা থেকে অপহৃত তিন স্কুলছাত্রকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করেছে সেনাবাহিনী। একই অভিযানে কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ এ তথ্য নিশ্চিত করেন।সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে তিন স্কুলছাত্র অপহরণের ঘটনায় মালতিনগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অপহৃতদের উদ্ধারসহ চার অপরাধীকে আটক করা হয়।আটককৃতরা হলেন:আবির হোসেন বিদ্যুৎ (২৭)ওয়াজ মন্ডল (৩৬)মাসুম আলম নায়েম (২৭)মেহেদী হাসান (২৩)
অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়—৭টি দেশীয় অস্ত্র১৩টি সিম কার্ড৩টি ফাঁকা স্ট্যাম্প২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক ,একটি কম্পিউটার সেট ,বিদেশি মদ, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম , ঘিসেনা কর্মকর্তা ক্যাপ্টেন সাজ্জাদ জানান, অপহরণকারীরা মুক্তিপণের জন্য পরিবারগুলোর কাছে দাবি জানায়। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অপহৃতদের উদ্ধার ও অপরাধীদের গ্রেফতার করে।বগুড়া সদর থানার ওসি হাসান বসির বলেন, “আটকদের থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।”
ভোলা মেরি হাউজ
০৪-০৭-২৫
