গাজীপুরে কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৬টি মসলার দোকান ।
গাজীপুর সংবাদদাতা//
০৭ জুলাই ২০২৫ গাজীপুর মহানগরের কোনাবাড়ী কাঁচাবাজারে ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মসলার মার্কেটসহ অন্তত ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের বড় একটি অংশে। খবর পেয়ে কোনাবাড়ী ও চান্দনা চৌরাস্তা ফায়ার স্টেশনের মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ মামুন জানান, “প্রাথমিকভাবে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হলেও, তদন্ত শেষে সঠিক পরিমাণ নির্ধারণ করা যাবে। তবে আমরা প্রায় ৫ কোটি টাকার সম্পদ রক্ষা করতে সক্ষম হয়েছি।”প্রাথমিক কারণ ও তদন্তকোনাবাড়ী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান,“সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত শেষে জানা যাবে।”ব্যবসায়ীদের আহাজারি ও স্থানীয়দের ক্ষোভ-ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, বেশিরভাগ দোকানেই সদ্য মজুতকৃত মালামাল ছিল, যা সম্পূর্ণ পুড়ে গেছে।একজন ব্যবসায়ী বলেন,্ “জীবনের সব সঞ্চয় এই দোকানে লাগিয়েছিলাম। এখন পথেই বসে গেলাম।”স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বাজারে অপর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁরা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বাজার পুনর্গঠনের দাবিও জানিয়েছেন।সৌভাগ্যক্রমে প্রাণহানি হয়নিএ ঘটনায় কেউ হতাহত হয়নি, যা কিছুটা স্বস্তির খবর। তবে আতঙ্কে ভোরের নিস্তব্ধতা ভেঙে পড়ে বাজারজুড়ে।
