কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় জামায়াতের মানববন্ধন: ৫ দফা দাবিতে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
মোঃ আব্দুর রহমান হেলাল, ভোলা জেলা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৫ | বুধবারবাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে ভোলায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শহরের কেজাহান মার্কেটের উত্তর প্রান্ত হতে শিশমহল দক্ষিণে নিজাম হাসিনা মসজিদ পর্যন্ত রাস্তাজুড়ে হাজারো নেতা-কর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—১️⃣ পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন,২️⃣ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,৩️⃣ জুলাই সনদ প্রণয়ন,৪️⃣ ফ্যাসিবাদী জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার, এবং৫️⃣ জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।মানববন্ধনে উপস্থিত ছিলেন — ভোলা জেলা আমির মাস্টার মোঃ জাকির হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, ভোলা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারিরা মাওলানা আব্বাস উদ্দিন ও মাওলানা জাকির হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, প্রমিত কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা ইসমাইল হোসেন মনির, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, পৌর আমির জামাল উদ্দিন, এবং ছাত্রশিবিরের শহর সভাপতি আব্দুল্লাহ আল আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।বক্তারা বলেন,> “বাংলাদেশের ছাত্র-জনতা ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় দিয়ে যে উদ্দেশ্যে ড. ইউনুসের নেতৃত্বে বর্তমান সরকারকে বসিয়েছে, তার সুফল এখনো জনগণ পায়নি। তাই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের আন্দোলন অব্যাহত থাকবে।”তারা আরও সতর্ক করে বলেন,> “এই ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আবারও গণঅভ্যুত্থানের ডাক দিতে বাধ্য হবে।”এ সময় বক্তারা জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের ভবিষ্যৎ নির্বাচনকে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করার ওপর জোর দেন।
ছবি সংযুক্ত
মোঃ আব্দুর রহমান হেলালভোলা জেলা
প্রতিনিধি ০১৮১৬৫৯৫৫৮১
