ভোলায় মন্দির কমিটি প্রতিনিধিদের সাথে জামায়াতের মতবিনিময় সভা।
ভোলা সংবাদদাতা।।
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে ভোলায় মন্দির কমিটির প্রতিনিধিদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাস্টার মোঃ জাকির হোসাইন। সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি ইসরাইল হোসেন মনির।প্রধান অতিথির বক্তব্যে ভোলা সদর-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ নজরুল ইসলাম বলেন—“বাংলাদেশ সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। শারদীয় দুর্গোৎসব যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”বিশেষ অতিথি অধ্যাপক মোঃ কামাল হোসাইন বলেন—“আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”এ সময় বক্তব্য রাখেন পৌর আমীর মোঃ জামাল উদ্দিন, নায়েবে আমির মোঃ রুহুল আমিনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।অন্যদিকে মন্দির কমিটির প্রতিনিধিদের মধ্যে অশোক চন্দ্র ঘোষ বলেন—“আমরা চাই শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন হোক। এই ধরনের মতবিনিময় সভা সম্প্রীতি বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।”ডা. নরেন্দ্র চন্দ্র শীল বলেন—“আমরা বিশ্বাস করি, সবাই আন্তরিক থাকলে ভোলাসহ সারা দেশে দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হবে।”সভায় গৌরাঙ্গ চন্দ্র রায়, ক্ষিতীশ বাবুসহ মন্দির কমিটির আরও কয়েকজন প্রতিনিধি মতামত ব্যক্ত করেন।সভায় জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০ সেপ্টেম্বর ২০২৫, ভোলা
