ভোলায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন ঐক্যের অঙ্গীকার

ভোলায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন ঐক্যের অঙ্গীকার

মোঃ আব্দুর রহমান হেলাল।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

সোমবার (১লা সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের কালিনাথ রায়ের বাজার সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।পরে দোয়া-মোনাজাত, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। বক্তারা বলেন, “বিএনপি প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করা।” তারা আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের মাধ্যমে দলকে নতুন করে ঐক্যবদ্ধ হতে হবে।অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক রাইসুল আলমসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *