সকল ধর্মের লোক ইসলামী শাসনের ভিতরে নিরাপদ- অধ্যক্ষ মোস্তফা কামাল।

আব্দুল মান্নান , ভোলা জেলা ।

আজ পৌরসভা ৪ নং ও ৩ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর আয়োজনে পৃথক পৃথক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল আরো বলেন, জামায়াতের কোন নেতা কর্মীর গায়ে দুর্নীতির কাদা নেই। আমাদের দুই জন মন্ত্রী ছিলেন, তারা দুর্নীতির ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছিলেন, চ্যালেঞ্জ গ্রহণ করে তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগ কেউ আনতে পারেনি। জামায়াত ক্ষমতায় এলে রাস্ট্রের কাছে প্রত্যেক নাগরিকের পাওনা তাদের কাছে ন্যায্যতার ভিত্তিতে বন্টন করা হবে, ইনশাআল্লাহ। এ জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী’র দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য আপনাদের প্রতি আহবান জানাচ্ছি।
পৃথক পৃথক সমাবেশে ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসনাইন আহমেদ ও ৩নং ওয়ার্ড সভাপতি গোলাম সরোয়ার এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমির ও পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মীর মো: শরীফ হোসেন, সুপ্রীম কোর্টের আইনজীবী (আপিল বিভাগ) এডভোকেট পারভেজ হোসেন,
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, পৌরসভা আমির অধ্যাপক মামুন আলম। আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান, মিডিয়া সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরান প্রমুখ। সঞ্চালনা করেন ৪ নং ওয়ার্ড সেক্রেটারি হাবিবুর রহমান ও ৩নং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মাওলানা মো: রাসেল।
সমাবেশে ভিন্ন ভিন্ন প্যান্ডেলে সহস্রাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *