শহীদ নয়নের স্মরণে কবর জিয়ারত

শহীদ নয়ন ভাই স্মরণে কবর জিয়ারত :

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি –

আব্দুল মান্নান

“শহীদরা কখনো মরে না, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিকপ্রাপ্ত হন। তাদের আত্মত্যাগ চিরকাল আলোকবর্তিকা হয়ে পথ দেখায় আমাদের।”বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন পূর্ব থানা শাখার উদ্যোগে আজ শ্রদ্ধা ও ভালোবাসার গভীর আবেগে কবর জিয়ারতের মাধ্যমে স্মরণ করা হলো শহীদ নয়ন ভাইকে।অনুষ্ঠানে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন থানা শাখার দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন—শিবির কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা ভোলা জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন বোরহানউদ্দিন পূর্ব থানা সভাপতি রোমান হোসাইনবোরহানউদ্দিন পৌরসভা সভাপতি মইন বিন সাইফুল্লাহএছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন থানা ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীল এবং কর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বক্তারা বলেন, “শহীদ নয়ন ভাইয়ের ত্যাগ ও আদর্শ বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”দোয়া করা হয়—মহান আল্লাহ যেন শহীদ নয়ন ভাইয়ের আত্মাকে কবুল করে জান্নাতুল ফেরদাউসের মর্যাদা দান করেন এবং তাঁর ত্যাগ-আদর্শ আমাদের জীবনের পাথেয় হয়ে ওঠে।– আমিন।—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *