ভোলায় খতিব নোমানী হত্যার প্রতিবাদে উত্তাল জনতা পুলিশের ব্যর্থতায় ক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।
ভোলা প্রতিনিধি ॥
ভোলায় মাওলানা আমিনুল হক নোমানী হত্যার প্রতিবাদে শোক র্যালি ও বিক্ষোভ সমাবেশে ফুঁসে উঠেছে তৌহিদী জনতা। বক্তারা দাবি করেছেন— প্রশাসনের ব্যর্থতার কারণেই একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও এখনো কোনোটিরই সুষ্ঠু তদন্ত বা গ্রেপ্তার হয়নি।সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের কালীনাথ রায়ের বাজার হাটখোলা জামে মসজিদে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন, জামায়াত, হেফাজত, ঈমাম সমিতি, শিক্ষক সমিতি ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।প্রশাসনের অপসারণ দাবিবক্তারা বলেন, হত্যার দুই দিন পেরিয়ে গেলেও নোমানীর খুনিদের শনাক্ত করতে না পারা দুঃখজনক। এসময় তারা ভোলা সদর থানার ওসি হাসনাইন পারভেজ, পুলিশ সুপার শরিফুল হক ও জেলা প্রশাসক আজাদ জাহানের অপসারণ দাবি করেন।কঠোর কর্মসূচির হুঁশিয়ারিবক্তারা সতর্ক করে বলেন, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভোলার তৌহিদী জনতা রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।বৃহত্তর সমাবেশ ১৩ সেপ্টেম্বরপ্রতিবাদ সমাবেশ থেকে আগামী ১৩ সেপ্টেম্বর ভোলা সরকারি স্কুল মাঠে বৃহত্তর সমাবেশের ঘোষণা দেওয়া হয়।পরে সমাবেশ শেষে শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
