বোরহানউদ্দিনে মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠন

মোঃমিজানুর রহমান

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের বোরহানউদ্দিন উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় উপজেলার আইডিয়াল একাডেমির মিলানয়াতনে আয়োজিত মতবিনিময় সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

২০% বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ অন্যান্য ভাতার দাবিতে আয়োজিত এ সভায় উপজেলা পর্যায়ের মাদ্রাসার প্রধান, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চতলা হাসেমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও ফোরামের ভোলা জেলা আহ্বায়ক আবু জাফর মো. মাইনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সদস্য সচিব মো. শফিউল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মাকসুদুর রহমান, প্রধান মুহাদ্দিস মো. হাবিবুর রহমান আল জাজিরী, ছোট মানিকা ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. নজরুল ইসলামসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

সভা শেষে বোরহানউদ্দিন উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হয়েছেন হাকিমুদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আল আমিন, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ছোট মানিকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুড়ালিয়া দাখিল মাদ্রাসার আইসিটি শিক্ষক মো. আব্দুল জলিল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. হারুন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন টবগী রাস্তার মাথা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. রায়হান শরীফ এবং অর্থ সম্পাদক হয়েছেন বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার সহকারী আইসিটি শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। শিগগিরই পূর্ণাঙ্গ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে।

বক্তারা বলেন, “আমাদের দাবি দেশের প্রায় পাঁচ লক্ষ স্কুল, কলেজ ও মাদ্রাসার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি। আগে ৪৫% বাড়িভাড়া দাবি করা হলেও সরকারের উচ্চ পর্যায় থেকে ২০% বাড়িভাড়া ও দ্বিগুণ চিকিৎসা ভাতার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তা এখনো বাস্তবায়ন হয়নি। বরং নানা গরিমসি ও ষড়যন্ত্র চলছে।”

তারা আরও বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষকদের সম্মান দেওয়া হলেও বাংলাদেশে শিক্ষকরা অবমূল্যায়নের শিকার হচ্ছেন। আগামী ১০ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *