তজুমদ্দিনে সুপারি গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু ।
মো. নোমান, তজুমদ্দিন প্রতিনিধি।।
ভোলার তজুমদ্দিনে সুপারি চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের বজলু পাটওয়ারি বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, নিহত যুবক (৪০) গোপনে সুপারি গাছে উঠেছিলেন। অসাবধানতাবশত তিনি নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে আসেন। স্থানীয় যুবক রাহাত (১৮) প্রথমে বিষয়টি প্রত্যক্ষ করে সবাইকে খবর দেন।সুপারি গাছের মালিক রত্তন মিয়া বলেন, “নামাজ পড়ে বের হয়ে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি শুনে ছুটে যাই। গিয়ে দেখি, অজ্ঞাত ওই ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশে খবর দিই।”নিহতের স্ত্রী জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদকের টাকার জন্য প্রায়ই চুরি-ছিনতাইয়ের মতো কাজে জড়াতেন। তিনি দুই সন্তানের জনক। যদিও তার গ্রামের বাড়ি ময়মনসিংহে, বৈবাহিক সূত্রে তিনি বাদলীপুর গ্রামে বসবাস করছিলেন।খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠায়। থানার ওসি জানান, রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়রা বলছেন, মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজে অস্থিরতা বাড়ছে। তারা প্রশাসনের কাছে মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
