“শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ প্রজন্মকে অনুপ্রাণিত করে” — বাউবি ভিসি।
গাজীপুর প্রতিনিধি:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্ম” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজিই গ্যালারিতে এ আলোচনা সভা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শহীদ জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “দেশের স্বাধীনতা সংগ্রামে এবং আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তাঁর অবদান অনস্বীকার্য ও অবিস্মরণীয়। তিনি ছিলেন একজন সৎ, নির্ভীক ও দূরদর্শী রাষ্ট্রনায়ক, যাঁর আদর্শ আজও প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা জোগায়।”তিনি আরও বলেন, “সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার দেশপ্রেম ও সৎ কর্মজীবন আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। তিনি শহীদ জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা, সামরিক দক্ষতা ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দেশের প্রতি তাঁর অসামান্য অবদান স্মরণ করেন।আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল তথ্যসমৃদ্ধ, অনুপ্রেরণামূলক এবং শহীদ রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে পরিপূর্ণ।
ভোলা মিডিয়া হাউজ
৩০-০৬-২৫-
					