মঙ্গলবার১ জুলাই : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুক্ত বরণকারীদের স্মরনে বাংলাদেশ জামায়াতের দোয়া অনুষ্ঠান।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দোয়া অনুষ্ঠান: ভোলায় জামায়াতের আয়োজনে মাসব্যাপী কর্মসূচির সূচনা-

প্রতিবেদন: ভোলা মিডিয়া হাউজ।

ভোলা, ৩০ জুন ২০২৫ —বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভা ও ভোলা সদর উপজেলা শাখার উদ্যোগে আগামীকাল, মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টায় খলিফা পট্টি জামে মসজিদে এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এ দোয়া মাহফিলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী নেতাকর্মীদের স্মরণ করা হবে এবং তাঁদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও পঙ্গুদের সহনশীলতা ও ধৈর্যের জন্য দোয়া করা হবে।জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে এক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে ১ জুলাই দেশব্যাপী শাখা পর্যায়ে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করার আহ্বান জানানো হয়।ভোলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, এ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দলীয়ভাবে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি, দেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে তাঁদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করা হবে।অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক ও সাধারণ মুসল্লিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।শেষ কথা:গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে এ ধরণের আয়োজন রাজনৈতিক চেতনা ও সামাজিক মূল্যবোধকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোলা মিডিয়া হাউজ–

৩০-০৬-২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *